ঢাকারবিবার, ৩০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ডে কৃষকদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মার্চ ২৭, ২০২৫ ৩:০৭ অপরাহ্ণ
Link Copied!

সীতাকুণ্ড উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনকে (৪৪) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বাড়বকুণ্ড ইউনিয়নের রহমত নগর এলাকায় তার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহতের ছোট ভাই আজাদ হোসেন বলেন, ‘প্রতিদিন নিজের ঘরে ইফতার করেন আমার মেঝভাই। আজও ঘরে ইফতার করে মোটরসাইকেল নিয়ে পার্শ্ববর্তী গরুর খামারে যাচ্ছিলেন। পথে দুর্বৃত্তদের হামলায় ঘটনাস্থলে নিহত হন তিনি। মোটরসাইকেল চালানো অবস্থায় দুর্বৃত্তদের অতর্কিত আক্রমণে ধারালো অস্ত্রের কোপে ঘাড় থেকে মাথা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়।’

চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের আহ্বায়ক বদিউল আলম বদরুল বলেন, ‘দুর্বৃত্তরা আমাদের প্রথিতযশা একজন রাজনীতিবিদকে কুপিয়ে হত্যা করেছে। পালিয়ে থাকা আওয়ামী লীগের সন্ত্রাসীরা এ কাজ করেছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।’

উপজেলা বিএনপির আহ্বায়ক জহুরুল আলম জহুর বলেন, ‘একটি দলের নেত্রী ভারতে পালিয়ে থেকে দেশে বিএনপি নেতাদের হত্যার আদেশ দিয়েছেন। আমরা এই হত্যাকাণ্ডের অবিলম্বে কঠোর বিচার দেখতে চাই।’

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। ঘটনার কারণ অনুসন্ধান ও জড়িতদের শনাক্ত করতে পুলিশের টিম কাজ করছে।’