রাঙামাটির ছোটহরিনা থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় আধার কার্ডসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকরা হলেন জ্ঞান রঞ্জন চাকমা (৪৫) ও পিংকু চাকমা (২২), দুজনই ভারতীয় নাগরিক।
বুধবার (২৬ মার্চ) দুপুর ১২টার দিকে ছোটহরিনা ব্যাটালিয়নের (১২ বিজিবি) একটি টহল দল ছোটহরিণা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় আধার কার্ড, ৭২ হাজার ৭০০ টাকা এবং বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন যে, তারা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে ভারতীয় পণ্য বিক্রি করতেন এবং বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য কিনে ভারতে পাচার করতেন।
বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, “আধার কার্ডসহ আটক দুই ভারতীয় নাগরিককে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং সীমান্ত অঞ্চলে নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।