ঢাকারবিবার, ৩০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গভবনে সেনাপ্রধানের ইমামতিতে নামাজ পড়লেন রাষ্ট্রপতিসহ অতিথিরা

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মার্চ ২৭, ২০২৫ ২:৩২ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ আমন্ত্রিত অতিথিদের নিয়ে মাগরিবের নামাজে ইমামতি করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিল শেষে গতকাল বুধবার এই নামাজ অনুষ্ঠিত হয়।

বঙ্গভবনের সংবর্ধনা ও ইফতার মাহফিলে রাষ্ট্রপতির পাশাপাশি দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কূটনীতিক, বিশিষ্টজন ও সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাগরিবের নামাজের সময় সেনাপ্রধান নিজেই ইমামতির দায়িত্ব পালন করেন। এসময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ইমামের পেছনে চেয়ারে বসে নামাজ আদায় করতে দেখা যায়।

এই ঘটনার একটি ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং ব্যাপক প্রশংসিত হচ্ছে। সেনাপ্রধানের ইমামতি ও রাষ্ট্রপতির অংশগ্রহণ অনেকের কাছেই ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।