ঢাকারবিবার, ৩০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ৬০ জন গ্রেপ্তার

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মার্চ ২৭, ২০২৫ ১১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৬০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা বিভিন্ন থানায় অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনাকারী ও সহযোগী হিসেবে চিহ্নিত বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে চট্টগ্রাম মহানগর পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৫ মার্চ দিবাগত রাত ১২টা থেকে ২৬ মার্চ রাত ১২টা পর্যন্ত নগরের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসবিরোধী আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন মো. রাজু (১৯), মো. জিয়াউর রহমান (২৩), ইয়াকুব (২৪), কাউসার (২৫), ইমন (২২), শাকিব (২২), আরিফ (২২), সুজন প্রকাশ নোমান (২৪), রাবেয়া খাতুন (৪০), মো. সাগির (৩৮), বাবু (২৫), মাসুম খান (৩৮), উজ্জ্বল দত্ত (৩৫), নাসির উদ্দিন (৪৪), রাকিবুল ইসলাম (২৩), রায়হান হোসেন (৩০), সাইফুর রহমান সৈকত (৩৫), রিয়াজ (২১), পারভিন আক্তার (১৮), জালাল হোসেন (৩০), মুন্নি আক্তার মিথিলা (২০), ফিরোজ আহম্মদ (৭৫), নজরুল ইসলাম (৩৬), পরাগ কুইয়া (২০), রবিউল হোসেন (১৮)সহ আরও অনেকে।

এ বিষয়ে পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ।

নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যে কোনো প্রচেষ্টাকে কঠোর হাতে দমন করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।