চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ-থানা পুলিশ। মরদেহের শরীরে একাধিক আঘাতের চিহ্ন এবং চোখের চামড়া ছিলে ফেলার মতো নির্যাতনের লক্ষণ থাকায় পুলিশ প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে।
বুধবার (২৬ মার্চ) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে সদরঘাট থানাধীন মাঝিরঘাট লোহার গেট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ থানার ওসি মো. একরাম উল্লাহ। তিনি জানান, বিকেল ৫টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে।
নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর এবং উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। উদ্ধারকালে তার পরনে ছিল হালকা বাদামি রঙের গোল গলার টি-শার্ট ও অফহোয়াইট ফুল প্যান্ট। মরদেহের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন দেখা গেছে, বিশেষ করে কপালের ডান পাশে গভীর আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে। এছাড়া কপালের বিভিন্ন অংশের চামড়া ছিলে ফেলা হয়েছে এবং ডান চোখে গভীর ক্ষতচিহ্ন রয়েছে। বাম চোখ ফুলে ওঠা অবস্থায় ছিল এবং চোখের পাতার চামড়া ছিলানো ছিল। নিহতের মুখে কালো দাঁড়িও ছিল বলে পুলিশ জানিয়েছে।
সদরঘাট নৌ থানার ওসি মো. একরাম উল্লাহ বলেন, “অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আমরা তার পরিচয় শনাক্তের চেষ্টা করছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর লাশ গুম করতে নদীতে ফেলে দেওয়া হয়েছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, লাশের পরিচয় শনাক্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।