ঢাকামঙ্গলবার, ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মীরসরাইয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে পথচারী নিহত, আহত ৩

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মার্চ ২৬, ২০২৫ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের মীরসরাইয়ে বিএনপির নবগঠিত কমিটি ও পদবঞ্চিতদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় উভয় পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে এক পথচারী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত তিনজন।

বুধবার (২৬ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার বারইয়ারহাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম জানা না গেলেও তিনি স্থানীয় একটি আরএফএল শোরুমের কর্মী বলে নিশ্চিত হওয়া গেছে। মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে, বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কায় প্রশাসন উপজেলার ৫০০ গজের মধ্যে বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে। তবে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই উভয় গ্রুপ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে শক্তি প্রদর্শন করে, যা সংঘর্ষে রূপ নেয়।

জানা যায়, বুধবার সকাল ৯টায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান ও তার সমর্থকরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি নেয়। অন্যদিকে, বেলা ১১টায় উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী ও সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরীর নেতৃত্বে আরেকটি গ্রুপ শ্রদ্ধা নিবেদনের সিদ্ধান্ত নেয়। এ অবস্থায় সংঘর্ষের আশঙ্কায় প্রশাসন ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেয়।

মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন বলেন, “জনগণের জানমাল ও সরকারি সম্পত্তি রক্ষার্থে উপজেলা পরিষদের ৫০০ গজের মধ্যে আজ সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।”

তিনি আরও জানান, “এই সময়ে সব ধরনের সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত ও ৫ জনের অধিক চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা এবং আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত কর্মকর্তারা এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন।”

সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।