ঢাকাবুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জুলাইয়ে শহীদ পরিবার ও আহতদের সম্মানে জুলাই রেভ্যুলেশনারী অ্যালায়েন্সের ইফতার

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মার্চ ২৬, ২০২৫ ১২:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

জুলাই রেভ্যুলেশনারী অ্যালায়েন্স আয়োজিত বিশেষ ইফতার মাহফিলে গণতান্ত্রিক আন্দোলনের শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা, রাজনীতিবিদ ও বিশিষ্ট নাগরিকরা অংশ নেন। শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা তাদের ত্যাগের স্মৃতিচারণ করেন, আর রাজনৈতিক নেতারা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই অব্যাহত রাখতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. মাহাদী আমিন, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান, এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডা. জাহেদ উর রহমান।

বক্তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য ভুলে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়া জরুরি। আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে এমন সম্প্রীতির আয়োজন চালিয়ে যাওয়ার আশ্বাস দেওয়া হয়