বাংলাদেশ ছাত্র ফেডারেশন চট্টগ্রাম মহানগরের সংগঠক শওকত ওসমান তৌকিরকে ছাত্রলীগ সন্দেহে মারধর করে পাঁচলাইশ থানায় হস্তান্তরের অভিযোগ উঠেছে এমইএস কলেজ ছাত্রদলের একাংশের বিরুদ্ধে।
বুধবার (২৬ মার্চ) রাতে টিউশন শেষে বাসায় ফেরার পথে চট্টগ্রামের এমইএস কলেজ এলাকায় এই ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, এমইএস কলেজ ছাত্রদলের সদস্য সচিব মির্জা ফারুকের নেতৃত্বে একটি দল শওকত ওসমান তৌকিরকে ছাত্রলীগ কর্মী সন্দেহে আটক করে। পরে তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ঘটনার পর পুলিশ শওকত ওসমান তৌকিরকে পাঁচলাইশ থানায় নিয়ে যায়। খবর পেয়ে ছাত্র ফেডারেশনের নেতারা থানায় গেলে মির্জা ফারুক জানান, ছাত্রলীগের এক সদস্যের সঙ্গে শওকতের চেহারার ৯০ শতাংশ মিল থাকায় তাকে আটক করা হয় এবং পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এ বিষয়ে মির্জা ফারুককে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “আমাদের কলেজে স্বাধীনতা দিবসে ছাত্রলীগ ফুল দিয়েছে, তাই তাদের খুঁজে বের করা আমাদের দায়িত্ব।”
তবে পুলিশের হস্তক্ষেপে কিছুক্ষণ পর শওকতকে মুক্তি দেওয়া হয়। পাঁচলাইশ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। শওকতের ওপর হামলার ঘটনায় মির্জা ফারুক ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানিয়েছেন, ক্যাম্পাসে উত্তেজনা চলছে। ছাত্র ফেডারেশন ও অন্যান্য প্রগতিশীল সংগঠনগুলো এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।