ঢাকাশনিবার, ২৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চবির ৫ম সমাবর্তনে আসছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মার্চ ২৬, ২০২৫ ৯:২৯ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ম সমাবর্তনে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৫ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড পেইজে এ বিষয়ে নিশ্চিত করে বলা হয়, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনে উপস্থিত থাকার ব্যাপারে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনে ড. ইউনূসকে ‘ডক্টর অব লেটারস’ (ডি.লিট) উপাধি প্রদান করা হবে। এ ছাড়া তিনি সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য প্রদান করবেন।

আগামী ১৪ মে অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় ও বিশেষ সমাবর্তন।

১৯৭২ সালে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৭৫ সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং ১৯৮৯ সাল পর্যন্ত এ পদে কর্মরত ছিলেন। এছাড়া তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।