বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মরহুম আবু বক্কর ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামের দুঃস্থ ও অসহায়দের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) বাগমনিরাম ওয়ার্ড ১৫-এ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু ফয়েজের সভাপতিত্বে ও মো. ইদ্রিসের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, সাবেক কাউন্সিলরবৃন্দসহ দলের নেতাকর্মীরা।
মেয়র ডা. শাহাদাত হোসেন তার বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে বলেন, “জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষক নন, মুক্তিযুদ্ধের সম্মুখযোদ্ধা এবং বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার রূপকার। গত ১৬ বছর ধরে সরকার ইতিহাস বিকৃতির চেষ্টা করলেও প্রকৃত সত্য ইতিহাসবিদরাই লিপিবদ্ধ করবেন।”
তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও বর্তমান রাজনৈতিক সংগ্রামের পার্থক্য উল্লেখ করে বলেন, “মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের সংগ্রাম, আর আজকের লড়াই গণতন্ত্র পুনরুদ্ধারের। বিএনপি মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র ও সামাজিক ন্যায়বিচারে বিশ্বাসী।”
মেয়র চট্টগ্রামের বিত্তবানদের সমাজসেবায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, “এই বাণিজ্যিক নগরীতে ধনী-দরিদ্রের ব্যবধান কমাতে সবার সহযোগিতা প্রয়োজন।”
অনুষ্ঠানে মহিলা নেতা মনোয়ারা বেগম মনি, যুবনেতা জিয়াউর রহমান জিয়া, শাহ আলমসহ দলের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।
চট্টগ্রাম মহানগর বিএনপি নেতৃত্ব জানিয়েছে, আসন্ন দিনগুলোতে অনুরূপ মানবিক কার্যক্রমের মাধ্যমে জনগণের পাশে থাকার পরিকল্পনা রয়েছে তাদের।