ঢাকাবুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে বিএনপির নতুন কমিটি ঘোষণার পর হামলা ও ভাঙচুর

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মার্চ ২৫, ২০২৫ ৩:১২ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের মিরসরাই উপজেলা, মিরসরাই পৌরসভা ও বারইয়ারহাট পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার পর এলাকায় ব্যাপক বিক্ষোভ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (২৪ মার্চ) রাত ৭টা থেকে ৯টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে।

বিক্ষোভ ও হামলার ঘটনাগুলো বারইয়ারহাট পৌরসভা, বামনসুন্দর বাজার, ঝুলনপোল বাজার, বড়তাকিয়া বাজার ও মিরসরাই পৌরসভায় ছড়িয়ে পড়ে। নবনির্বাচিত সদস্য সচিব কামরুল হাসান লিটনের কার্যালয়ে হামলার ঘটনায় অন্তত ৪ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মস্তাননগর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া কাটাছরা এলাকায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদ ও যুবদল নেতা কামরুলসহ আরও পাঁচজন হামলার শিকার হয়েছেন।

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, “হামলার বিষয়ে আমরা অবগত হয়েছি। পুলিশের একটি দল ঘটনাস্থলে রয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এর আগে সোমবার চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মিরসরাই উপজেলা, মিরসরাই পৌরসভা ও বারইয়ারহাট পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি অনুমোদনের ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলার সব ওয়ার্ড, ইউনিয়ন ও পৌর কমিটি বাতিল করা হয়েছে। আগামী ৪৫ দিনের মধ্যে প্রতিটি ইউনিটে আহ্বায়ক কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে নতুন সাংগঠনিক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।