চট্টগ্রামের জিইসি মোড়ের জামান হোটেলে আজ অনুষ্ঠিত হলো স্টুডেন্টস অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি (SAD) আয়োজিত সম্প্রীতি ইফতার। এতে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী ও সচেতন শিক্ষার্থীরা অংশ নেন, যেখানে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে একতা ও সহাবস্থানের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “রাজনৈতিক বিভেদ ভুলে ছাত্রসমাজ যদি একসঙ্গে কাজ করে, তাহলে দেশে গণতন্ত্র ও শান্তির ধারা সুসংহত হবে।” তারা শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন।
SAD-এর পক্ষ থেকে জানানো হয়, এ আয়োজন কেবল ইফতার আয়োজন নয়, বরং এটি শান্তি, সংহতি ও সহমর্মিতার প্রতীক। সংগঠনের সদস্যরা জানান, “আমাদের লক্ষ্য ছাত্রসমাজের মধ্যে সৌহার্দ্য ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া, যাতে গণতান্ত্রিক মূল্যবোধ আরও দৃঢ় হয়।”
ইফতারের পর সবাই একসঙ্গে দোয়া করেন এবং একতার বন্ধন দৃঢ় করতে আলোচনা করেন। আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানে আসা সকল অতিথিকে ধন্যবাদ জানানো হয়।
শিক্ষার্থীদের এই সংহতি আগামী দিনে গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা