‘আওয়ামী লিগ’ নামে একটি নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদন জমা পড়েছে নির্বাচন কমিশনে (ইসি)। সোমবার (২৫ মার্চ) ইসির নির্ধারিত শাখায় উজ্জল রায় নামে এক ব্যক্তি এ আবেদন জমা দেন।
ইসি সূত্রে জানা গেছে, আবেদনপত্রে দলের ঠিকানা হিসেবে বঙ্গবন্ধু অ্যাভিনিউ উল্লেখ করা হয়েছে। পাশাপাশি একটি মোবাইল নম্বরও দেওয়া হয়েছে।
আবেদনে দলটির প্রতিষ্ঠার তারিখ উল্লেখ করা হয়েছে ২৪ মার্চ ২০২৫। এছাড়া, প্রতীক হিসেবে নৌকা অথবা ইলিশ চাওয়া হয়েছে।
নতুন এ রাজনৈতিক দলের নিবন্ধন অনুমোদন দেওয়া হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। ইসি সূত্র জানিয়েছে, আবেদনটি যাচাই-বাছাই করে যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে।