জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করবে না বরং প্রতিষ্ঠান হিসেবে দেশের প্রতি তাদের দায়বদ্ধতা ও দায়িত্ব পালন করবে। সোমবার সকালে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “রিফাইন্ড আওয়ামী লীগ বা অন্য নামে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার গল্প সেনাবাহিনীসহ অন্য কেউ যাতে না শোনায়।” এ ধরনের পরিকল্পনার বিরুদ্ধে সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানান তিনি।
গুজবকে সামাজিক ব্যাধি উল্লেখ করে সরকারকে একটি গুজববিরোধী সেল গঠনের অনুরোধ জানান সারজিস আলম। পাশাপাশি জনগণকে সচেতন থাকারও পরামর্শ দেন তিনি।
সাম্প্রতিক সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে এনসিপি নেতাদের মধ্যে কোনো মতানৈক্য নেই বলেও জানান তিনি। তিনি বলেন, “হাসনাত আবদুল্লাহর লেখার কিছু বিষয়ে আমার ভিন্নমত ছিল, তবে পুরো বক্তব্যের সঙ্গে আমি দ্বিমত পোষণ করিনি। একটি বিষয়কে একজন যেভাবে গ্রহণ করবে, অন্যজন স্বাভাবিকভাবেই তা ভিন্নভাবে রিসিভ করতে পারে।”
নতুন করে আওয়ামী লীগকে ভিন্ন নামে পুনর্বাসনের প্রচেষ্টার বিষয়ে তিনি বলেন, “এনসিপির অবস্থান সুস্পষ্ট। এই বিষয়ে আমাদের মধ্যে কোনো মতপার্থক্য নেই। শুধু সেনাবাহিনী নয়, এই দেশে আর কেউ যেন আওয়ামী লীগের যে কোনো সংস্করণের গল্প না শোনায়।”
সেনাবাহিনীর ভূমিকা নিয়ে তিনি বলেন, “আমরা আশা করি, বাংলাদেশ সেনাবাহিনী তাদের যে সম্মান ও মর্যাদার জায়গা আছে, তা প্রতিষ্ঠানের দায়িত্বশীলতা বজায় রেখে ধরে রাখবে। অভ্যন্তরীণ রাজনীতিতে তাদের কোনো হস্তক্ষেপ আমরা প্রত্যাশা করি না। বরং রাষ্ট্রের প্রতি তাদের দায়িত্ব ও দায়বদ্ধতা যেন তারা যথাযথভাবে পালন করে, সেটাই আমাদের প্রত্যাশা।”