ঢাকাবুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চেক প্রতারণার মামলায় সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মার্চ ২৪, ২০২৫ ২:০৪ অপরাহ্ণ
Link Copied!

চেক প্রতারণার মামলায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৪ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এ নির্দেশ দেন। মামলাটিতে সাকিবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে আসামি পলাতক থাকায় বাদীপক্ষ তার সম্পদ ক্রোকের আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।

এর আগে, চলতি বছরের ১৯ জানুয়ারি একই আদালত সাকিবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালতের বেঞ্চ সহকারী রিপন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

২০২৩ সালের ১৫ ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আইএফআইসি ব্যাংকের পক্ষে শাহিবুর রহমান বাদী হয়ে সাকিব আল হাসানসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। আদালত সেদিন বাদীর জবানবন্দি রেকর্ড করে আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেন।

মামলার অন্য আসামিরা হলেন—সাকিব আল হাসান এগ্রো ফার্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গাজী শাহাগীর হোসাইন, পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম।

এর মধ্যে ইমদাদুল হক ও মালাইকা বেগম আদালতে হাজিরা দিলেও সাকিব ও গাজী শাহাগীর হোসাইন অনুপস্থিত ছিলেন। পরবর্তীতে আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার তথ্য অনুযায়ী, সাকিব আল হাসানের মালিকানাধীন প্রতিষ্ঠান সাকিব আল হাসান এগ্রো ফার্ম লিমিটেড ব্যবসায়িক প্রয়োজনে বিভিন্ন সময়ে আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ গ্রহণ করে। ওই ঋণের বিপরীতে দুটি চেক ইস্যু করা হয়।

তবে চেকগুলো ব্যাংকে জমা দেওয়ার পর দেখা যায়, নির্ধারিত হিসাবে পর্যাপ্ত টাকা নেই, ফলে মোট চার কোটি পনের লাখ টাকার চেক ডিজঅনার হয়। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হলে আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন।

বর্তমানে মামলার অন্যতম আসামি সাকিব আল হাসান পলাতক থাকায় তার সম্পদ ক্রোকের নির্দেশনা দেওয়া হয়েছে। মামলার পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।