প্রথমবারের মতো চট্টগ্রাম-সন্দ্বীপ রুটে ফেরি সার্ভিস চালু হয়েছে। সোমবার (২৪ মার্চ) সকালে ‘কপোতাক্ষ’ নামের এই ফেরি সার্ভিসের উদ্বোধন করেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাওজুল কবির খান, পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই আজম, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
সংশ্লিষ্টরা জানান, চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাট থেকে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট পর্যন্ত দিনে দু’বার চলাচল করবে এই ফেরি। যাত্রাপথে সময় লাগবে প্রায় সোয়া এক ঘণ্টা। যাত্রী প্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। ফেরিতে ২৪টি যানবাহন ধারণের ক্ষমতা রয়েছে এবং যানবাহনের ক্যাটাগরি অনুযায়ী ভাড়া ভিন্ন হবে।
নতুন এই ফেরি সার্ভিস চালু হওয়ায় উচ্ছ্বসিত হয়ে পড়েছেন মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সন্দ্বীপ দ্বীপের প্রায় চার লাখ বাসিন্দা। দীর্ঘদিন ধরে সন্দ্বীপবাসী একটি নিরাপদ ও সহজ নৌ-যোগাযোগ ব্যবস্থার জন্য অপেক্ষা করছিলেন। এই ফেরি সার্ভিস চালু হওয়ায় তাদের যাতায়াত ব্যবস্থা সহজ ও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে।
নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, এই ফেরি সার্ভিস চালু হওয়ায় সন্দ্বীপবাসীর জীবনযাত্রার মান ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাবে। পাশাপাশি, পর্যটকদের আগমন বাড়বে বলে আশা করা হচ্ছে, যা সন্দ্বীপকে দেশের অন্যতম পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।
ফেরি সার্ভিস চালু হওয়ায় সন্দ্বীপবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। তারা আশা করছেন, এই সার্ভিস চালু হওয়ায় তাদের যাতায়াত ব্যবস্থা সহজ ও নিরাপদ হবে এবং অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।