ঢাকাবুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গুরুতর অসুস্থ তামিম ইকবাল, এনজিওগ্রাম শেষে হার্টে পরানো হয়েছে রিং

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মার্চ ২৪, ২০২৫ ১:৪১ অপরাহ্ণ
Link Copied!

 বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) একটি ম্যাচ চলাকালীন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (২৪ মার্চ) বিকেএসপিতে (বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান) শাইনপুকুর বনাম মোহামেডান ম্যাচে ফিল্ডিং করার সময় বুকে তীব্র ব্যথা অনুভব করেন তামিম। পরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় এবং হার্টে রিং পরানো হয়েছে।

ম্যাচ চলাকালীন তামিম প্রথমে মাঠ থেকে উঠে কিছুক্ষণ বিশ্রাম নেন। এরপর আবার ফিল্ডিং করতে নামেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন। বিকেএসপিতেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে নিকটস্থ একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসকরা নিশ্চিত করেন, তামিম হার্ট অ্যাটাক করেছেন। পরে তার অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় এবং হার্টে রিং পরানো হয়েছে।

চিকিৎসকরা জানান, তামিমের শারীরিক অবস্থা এখনও গুরুতর। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমান শারীরিক অবস্থায় তাকে ঢাকায় স্থানান্তর করা কঠিন হলেও, তাকে দ্রুত রাজধানীতে আনার জন্য হেলিকপ্টার পাঠানো হয়েছে।

তামিমের অসুস্থতার খবরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের আজকের বোর্ড সভা স্থগিত করেছে। দুপুর ১২টায় এই সভা শুরু হওয়ার কথা ছিল।

তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক এবং শীর্ষস্থানীয় ব্যাটসম্যান। তার এই অসুস্থতার খবরে ক্রিকেট অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ক্রিকেটপ্রেমী ও ভক্তরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন।