ঢাকামঙ্গলবার, ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সারজিস-হাসনাতের পোস্টে ক্ষুব্ধ হান্নান মাসউদ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মার্চ ২৩, ২০২৫ ৩:৩৮ অপরাহ্ণ
Link Copied!

সম্প্রতি সেনাপ্রধানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের বৈঠকের পোস্টকে ঘিরে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যম। এবার এই ইস্যুতে দুই নেতার বক্তব্য নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দলের সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

রোববার (২৩ মার্চ) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন সারজিস আলম। সেখানে তিনি সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের ব্যাপারে নিজের অভিমত ও পর্যবেক্ষণ তুলে ধরেন। ঠিক সেই স্ট্যাটাসের মন্তব্যের ঘরে হান্নান মাসউদ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

হান্নান মাসউদ লিখেন, ‘‘এসব কি ভাই!! পাবলিকলিই বলছি- দুইজনের একজন মিথ্যে বলছেন। এটা চলতে পারে না। আর দলের গুরুত্বপূর্ণ পোস্ট হোল্ড করেও আপনারা যেভাবে ব্যক্তিগতভাবে বিচরণ করছেন, এবং তা পাবলিক করে এনসিপিকেই বিতর্কিত করছেন।’’

তিনি আরও যোগ করেন, ‘‘মানুষ এনসিপিকে নিয়ে যখন স্বপ্ন বুনছে, তখন এভাবে এনসিপিকে বিতর্কিত করার কাদের এজেন্ডা!!! সরি, আর চুপ থাকতে পারলাম না।’’

গত বৃহস্পতিবার দিবাগত রাতে হাসনাত আবদুল্লাহ ফেসবুকে একটি পোস্টে দাবি করেন, ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। তিনি বলেন, তাকে এবং আরও দুইজনকে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে।

অন্যদিকে, রোববার দুপুরে সারজিস আলম ফেসবুকে একটি দীর্ঘ পোস্টে হাসনাতের বক্তব্যের সঙ্গে কিছুটা দ্বিমত পোষণ করেন। তিনি বলেন, সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে যা আলোচনা হয়েছে, তা হাসনাতের বর্ণনার চেয়ে ভিন্ন। সারজিস আলমের মতে, সেনাপ্রধান সরাসরি কোনো প্রস্তাব দেননি, বরং তার অভিমত প্রকাশ করেছেন।

হান্নান মাসউদের এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া এনসিপির অভ্যন্তরীণ মতবিরোধকে আরও প্রকাশ্যে নিয়ে এসেছে। তিনি সরাসরি বলেছেন, দুই নেতার মধ্যে একজন মিথ্যা বলছেন এবং এ ধরনের প্রকাশ্য বিতর্ক দলের জন্য ক্ষতিকর।

হান্নান মাসউদ আরও উল্লেখ করেন, ‘‘মানুষ এনসিপিকে নিয়ে যখন স্বপ্ন বুনছে, তখন এভাবে এনসিপিকে বিতর্কিত করার কাদের এজেন্ডা!!!’’ তার এই মন্তব্যে এনসিপির অভ্যন্তরীণ সংঘাত এবং নেতাদের মধ্যে সমন্বয়হীনতার ইঙ্গিত পাওয়া যায়।

এনসিপির অভ্যন্তরীণ এই বিতর্ক রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সূত্রপাত করেছে। বিশ্লেষকরা মনে করছেন, দলের শীর্ষ নেতাদের মধ্যে মতবিরোধ এবং প্রকাশ্য সমালোচনা এনসিপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে। এছাড়া, সেনাবাহিনী ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।

হান্নান মাসউদের এই প্রতিক্রিয়া এনসিপির অভ্যন্তরীণ সংকটকে আরও প্রকট করে তুলেছে। আগামী দিনগুলোতে এই ইস্যুটি দলের ঐক্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনাকে প্রভাবিত করতে পারে বলে ধারণা করা হচ্ছে।