ঢাকামঙ্গলবার, ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সংবিধানে ৭১’র সঙ্গে ২৪’কে একই কাতারে আনা সমুচিত নয় : সালাহ উদ্দিন আহমেদ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মার্চ ২৩, ২০২৫ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ সংবিধানে ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে একই কাতারে আনার প্রস্তাবকে সমুচিত বলে মনে করেন না। রোববার দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে বিএনপির লিখিত মতামত জমা দেওয়ার পর তিনি সাংবাদিকদের সঙ্গে আলোচনায় এ মন্তব্য করেন।

সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘সংবিধানের প্রস্তাবনা স্প্রেডশিটে উল্লেখ করা হয়নি, যা করা উচিত ছিল। সংবিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো প্রস্তাবনা। সেটি পুরোপুরি পরিবর্তন বা সংশোধনের প্রস্তাব করা হয়েছে, যা অনেকটা পুনর্লিখনের মতো। সেখানে ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের সঙ্গে ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে এক কাতারে আনা হয়েছে। এটা সমুচিত বলে আমরা মনে করি না। এটাকে অন্য জায়গায় রাখা বা সংবিধানের তফসিল অংশে রাখার বিভিন্ন রকম সুযোগ আছে। সেটা আলাপ-আলোচনা করে পরে প্রকাশ করবো।’

তিনি আরও উল্লেখ করেন যে বিএনপি সংবিধানের পঞ্চদশ সংশোধনের আগের প্রস্তাবনার পক্ষে। এছাড়া রাষ্ট্রের নাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ দীর্ঘদিনের চর্চার মাধ্যমে রাষ্ট্রের নাম মেনে নিয়েছে। এটা নিয়ে কতটুকু অর্জন হবে, তা প্রশ্নের দাবি রাখে। এ বিষয়ে বিএনপি একমত নয়।’

এর আগে, রোববার দুপুর ১টা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল সালাহ উদ্দিন আহমদের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের কাছে মতামতের খসড়া জমা দেয়।

বিএনপির এই অবস্থান সংবিধান সংশোধন প্রক্রিয়ায় নতুন বিতর্কের সূত্রপাত করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।