ঢাকাসোমবার, ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে লালখান বাজার ফ্লাইওভারের নিচে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মার্চ ২৩, ২০২৫ ১:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

 চট্টগ্রাম নগরীর লালখান বাজার ফ্লাইওভারের নিচ থেকে এক অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ মার্চ) বিকেল ৫টার দিকে স্থানীয়রা মরদেহ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ সাড়ে ৫টার দিকে মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫টার দিকে বস্তা ও কম্বল পেঁচানো একটি পুটলি ফ্লাইওভারের পাশে দীর্ঘক্ষণ পড়ে থাকতে দেখেন। কৌতূহলবশত তারা পুটলিটি খুলে দেখেন এবং সেখানে একটি নারীর মরদেহ দেখতে পান। লম্বা চুল ও বোরকা দেখে তারা বুঝতে পারেন এটি একজন নারীর লাশ। পরে তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তার মুখ খুলে দেখে লাশটির মুখ বিকৃত অবস্থায় রয়েছে। পরে লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জামাল ঘটনাটি নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে আমরা বস্তাবন্দি অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছি। ওই নারীর বয়স অনুমানিক ২৮ হতে পারে। আমরা লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে।”

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব হোসেন বলেন, “প্রায় ৫টার দিকে ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। জানতে পেরেছি এটি একটি নারীর লাশ, যা বস্তাবন্দী অবস্থায় ছিল। ওই নারীর নাম-পরিচয় তাৎক্ষণিক জানতে পারিনি। পরিচয় শনাক্তের কাজ চলছে।”

এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ লাশটির পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ অনুসন্ধানের জন্য তদন্ত শুরু করেছে। ঘটনাটির বিস্তারিত তথ্য শীঘ্রই জানানো হবে বলে পুলিশ জানিয়েছে।