ঢাকাশুক্রবার, ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে প্রশাসনের কড়া নজরদারি এড়িয়ে সয়াবিন তেল বিক্রি হচ্ছে বাড়তি দামেই !

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মার্চ ২১, ২০২৫ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

সরকারের কঠোর নির্দেশনা ও মাঠ প্রশাসনের নজরদারি উপেক্ষা করে চট্টগ্রামের পাহাড়তলী ও কর্নেলহাট বাজারে সয়াবিন তেল বিক্রি হচ্ছে অতিরিক্ত দামে। বাজারে ঘুরে দেখা গেছে, সরকারি নির্ধারিত মূল্য তালিকার চেয়ে ১০ থেকে ৪৮ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল। এতে সাধারণ ভোক্তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

সরকারি নির্দেশনা অনুযায়ী, খোলা বাজারে সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৬০ টাকা এবং বোতলজাত তেলের সর্বোচ্চ মূল্য ১৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বাস্তবে এই মূল্য তালিকা মানছেন না বিক্রেতারা। বাজারে ঘুরে দেখা গেছে, এক লিটার বোতলজাত সয়াবিন তেল ১৮৫ থেকে ১৯৫ টাকায় বিক্রি হচ্ছে, যা সরকারি মূল্য তালিকার চেয়ে ১০ থেকে ২০ টাকা বেশি। দুই লিটার বোতলের ক্ষেত্রে সরকারি মূল্য ৩৫২ টাকা থাকলেও তা বিক্রি হচ্ছে ৩৬৫ থেকে ৩৭০ টাকায়। একইভাবে পাঁচ লিটারের বোতলজাত তেল ৮৮০ থেকে ৯০০ টাকায় বিক্রি হচ্ছে, যা সরকারি মূল্য তালিকার চেয়ে ২৮ থেকে ৪৮ টাকা বেশি।

বাজারের এক ভোক্তা রহিমা বেগম বলেন, “সরকারি দামে তেল পাওয়া যাচ্ছে না। বাড়তি দামেই কিনতে হচ্ছে। আমরা সাধারণ মানুষ কী করব? এভাবে চলতে থাকলে সংসার চালানো কঠিন হয়ে যাবে।”

সরকারি মূল্য তালিকা উপেক্ষা করে সয়াবিন তেলের দাম বাড়ানোর এই প্রবণতা সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলছে। ভোক্তারা আশা করছেন, দ্রুত এই সমস্যার সমাধান হবে এবং সরকারি নির্ধারিত মূল্যে তেল পাওয়া সম্ভব হবে।