ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে এবং এর বিচারের দাবিতে শুক্রবার (২১ মার্চ) চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদে জুমার নামাজ শেষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজত ইসলাম বাংলাদেশ।
জুমার নামাজ শেষে হেফাজত নেতা-কর্মীরা সালাম ফিরিয়ে ‘নারায়ে তাকবির’ ও ‘আল্লাহু আকবর’ স্লোগান দেন। এরপর তারা মসজিদের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে অংশগ্রহণকারীরা ‘নেতানিয়াহুর দুই গালে, জুতা মারো তালে তালে’; ‘বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন করো’; ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেক বার’; ‘ইসরাইলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তারা ফিলিস্তিনি মুসলমানদের ওপর ইসরায়েলের নৃশংস হামলার নিন্দা জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এর বিচারের দাবি তোলেন। তারা বলেন, “মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে হবে। আমাদের শক্তি সঞ্চয় করে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সব মুসলমান ভাই ভাই এবং একটি দেহের মতো। দেহের একটি অঙ্গ যদি ঠিকমতো কাজ না করে, তাহলে শারীরিক ক্রিয়া যেমন ব্যাহত হয়, ঠিক তেমনি একজন মুসলিম ভালো না থাকলে অন্যরাও ভালো থাকতে পারে না।”
বক্তারা আরও বলেন, “মুসলিম হিসেবে আমাদের লজ্জা অনুভব হয় যে, আমরা এখনও এই অসহ্য অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে নামতে পারছি না। আমরা ভুলে যেতে বসেছি মুসলমানদের সেই পুরনো ঐতিহ্য।”
এই বিক্ষোভ মিছিলকে ঘিরে আন্দরকিল্লা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। যৌথ বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন, তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের সাম্প্রতিক হামলায় শতাধিক বেসামরিক নাগরিক নিহত ও হাজারো মানুষ আহত হয়েছে। এই হামলার প্রতিবাদে বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায় এবং মানবাধিকার সংগঠনগুলো সোচ্চার হয়েছে। বাংলাদেশেও বিভিন্ন ইসলামী সংগঠন ও সামাজিক সংগঠনগুলো ইসরায়েলের এই নৃশংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে।
হেফাজত ইসলাম বাংলাদেশের এই বিক্ষোভ মিছিল ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের সংহতি প্রকাশের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানায়। আগামী দিনগুলোতে ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশে আরও বিক্ষোভ ও সমাবেশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।