ফিলিস্তিনে চলমান ইজরায়েলি গণহত্যার প্রতিবাদে বুধবার বিকেলে বিপ্লব উদ্যানে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে স্টুডেন্টস অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি (SAD)। সমাবেশে সংগঠনের বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে স্টুডেন্টস ফর ডেমোক্রেসির কেন্দ্রীয় সদস্য সচিব আবির মিন জাভেদ জাতিসংঘের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, “যদি গাজায় গণহত্যা বন্ধ করতে না পারে, তাহলে জাতিসংঘের দরকার কী?” তিনি আরও বলেন, “জাতিসংঘ যে কার নির্দেশে চলে, তা আমরা বুঝে গেছি। বাংলার মানুষ যেন ইফতারের আগে দখলদার ইসরায়েলি জায়নবাদীদের ধ্বংসের জন্য দোয়া করে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্টুডেন্টস অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মাইন উদ্দিন আরাফ ও সদস্য সচিব মোবারক হোসেন। এছাড়া সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তৌহিদুল ইসলাম তাঁর বক্তব্যে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন।
সমাবেশটি পরিচালনা করেন স্টুডেন্টস অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক খুব হামদান। অনুষ্ঠানে স্টুডেন্টস অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি চট্টগ্রাম দক্ষিণ জেলার মুখপাত্র শিশির আজাদ চৌধুরী এক প্রতিবাদী কবিতা পাঠ করেন, যা উপস্থিত আন্দোলনকারীদের মাঝে উদ্দীপনা ছড়িয়ে দেয়।
বিক্ষোভ সমাবেশে শতাধিক শিক্ষার্থী ও সচেতন নাগরিক অংশগ্রহণ করেন