জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি ও নির্বাচনে মুজিববাদী রাজনীতির কোনো স্থান থাকবে না। তিনি বলেন, ৫ আগস্ট বাংলাদেশের মানুষ মুজিববাদ ও ফ্যাসিবাদী আওয়ামী লীগকে পরাজিত করেছে এবং আগামী দিনেও এই রাজনীতির কোনো ভূমিকা থাকবে না।
বুধবার রাজধানীর লেডিস ক্লাবে বিএনপি আয়োজিত এক ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। বিএনপির পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, গণঅধিকার পরিষদ, এবি পার্টি, এলডিপি, জাতীয় পার্টি (জাফর)সহ বিভিন্ন দলের প্রতিনিধিরা অংশ নেন।
নাহিদ ইসলাম বলেন, “বাংলাদেশে এখনো ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসররা বিভিন্ন জায়গায় রয়ে গেছে। আমরা বলেছি, ফ্যাসিবাদী ব্যবস্থা পাল্টাতে হবে। বাংলাদেশের নেতৃত্ব আগামী দিনে যার হাতেই যাক না কেন, একটি পরিবর্তিত ব্যবস্থা প্রয়োজন।”
তিনি আরও বলেন, “একটি কথা বলা হচ্ছে যে, অংশগ্রহণমূলক নির্বাচন (ইনক্লুসিভ ইলেকশন)। আমি মনে করি, একটি অংশগ্রহণমূলক নির্বাচন করার মতো এবং দেশের মানুষকে প্রতিনিধিত্ব করার মতো রাজনৈতিক দল বা পক্ষ বাংলাদেশে রয়েছে। ৫ আগস্ট যে শক্তিকে বাংলাদেশের মানুষ পরাজিত করেছে, মুজিববাদ ও ফ্যাসিবাদী আওয়ামী লীগকে বিতাড়িত করেছে, আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি ও নির্বাচনে সেই মুজিববাদী রাজনীতির কোনো স্থান হবে না।”
এনসিপি আহ্বায়ক আরও উল্লেখ করেন, “একটি বিচারপ্রক্রিয়া চলমান আছে। সেই বিচারের আগে (রাজনীতিতে আওয়ামী লীগের অংশগ্রহণ) প্রশ্নই ওঠে না। আমি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান রাখব, যেন আমরা এই বিষয়ে একটি রাজনৈতিক ঐকমত্যে পৌঁছাতে পারি। আমরা সব সময় এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করেছি, যেখানে রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে মতপার্থক্য থাকবে, নীতিগত পার্থক্য ও সমালোচনা থাকবে। কিন্তু সবাই একসঙ্গে বসতে পারব, আলোচনা করতে পারব দেশের স্বার্থে, জনগণের স্বার্থে।”
তিনি সতর্ক করে দিয়ে বলেন, “যখন রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে বসার মতো অবস্থা থাকে না, রাজনৈতিক নেতৃত্বের মধ্যে অনৈক্য তৈরি হয়, তখন অরাজনৈতিক শক্তিগুলো সুযোগসন্ধানী হয়ে ওঠে। আমরা মনে করি, বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক ঐক্য বজায় রাখা জরুরি।”
নাহিদ ইসলামের এই বক্তব্য বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সূত্রপাত করেছে। বিশেষ করে আগামী নির্বাচন ও রাজনৈতিক প্রক্রিয়ায় মুজিববাদী রাজনীতির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নাহিদ ইসলামের এই মন্তব্য বাংলাদেশের রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে।