ঢাকাবুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মীরসরাইয়ে মাজার গেট এলাকায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকা নিহত, আহত ২

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মার্চ ১৯, ২০২৫ ২:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের মীরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া মাজার গেট এলাকায় মিনি কাভার্ডভ্যানের ধাক্কায় এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষিকা মীরা রানী ভৌমিক (৫৩) মীরসরাইয়ের খৈয়াছাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। আহতরা হলেন জোরারগঞ্জ থানার গোবিন্দপুর এলাকার অরুপ নাথ (১৮) ও রাজমিস্ত্রী স্বপন নাথ (৭০)। ঘটনাস্থলে মীরা রানীর মৃত্যু নিশ্চিত করেন রেডিয়েন্স হাসপাতালের চিকিৎসক ডা. কে এম সাইফুল্লাহ রেজা। স্বপন নাথের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

স্থানীয় দোকানি সজিব হোসেন জানান, যাত্রীরা গাড়িতে উঠার জন্য রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। এমন সময় চট্টগ্রামগামী একটি মিনি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট মোহাম্মদ মিনার বলেন, “দুর্ঘটনাকারী গাড়ির ড্রাইভারকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী চাউনির পাশে দাঁড়ানো লোকজনকে চাপা দেয়।”

মীরা রানী ভৌমিকের মৃত্যুতে স্থানীয় শিক্ষাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দুর্ঘটনার কারণ ও দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।