ঢাকাবুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নতুন জীবনে পা রাখলেন বৈবিছাআর চট্টগ্রামের সহ-সমন্বয়ক রাফি

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মার্চ ১৮, ২০২৫ ২:২৮ অপরাহ্ণ
Link Copied!

ছাত্র আন্দোলনের মঞ্চ থেকে এবার জীবনের নতুন মঞ্চে প্রবেশ করলেন কোটা সংস্কার আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। আন্দোলনের রাজপথে নেতৃত্ব দেওয়া এই ছাত্রনেতা এবার বিয়ের পিঁড়িতে বসে নতুন অধ্যায়ের সূচনা করলেন।

সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে নিজের বিয়ের খবর নিশ্চিত করেন রাফি। সংক্ষিপ্ত কিন্তু আবেগঘন পোস্টে তিনি লিখেন, “আলহামদুলিল্লাহ। নতুন যাত্রায় আপনাদের দোয়া একান্ত কাম্য।” পোস্টের সঙ্গে নববধূকে ট্যাগ করলেও, তার বিস্তারিত পরিচয় নিজ থেকে প্রকাশ করেননি এই ছাত্রনেতা।

রাফির ফেসবুক পোস্ট থেকে জানা যায়, তার স্ত্রীর নাম জান্নাতুল ফেরদাউস মিতু। ফেসবুক প্রোফাইল অনুযায়ী, তার বাড়ি বরিশালে এবং তিনি পড়াশোনা করেছেন বরগুনা সরকারি মহিলা কলেজে। তবে এখনো এই সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা দেননি রাফি।

আন্দোলনের মঞ্চ থেকে একে একে বন্ধুরা যখন সংসার জীবনে প্রবেশ করছেন, তখন সেই তালিকায় নাম লেখালেন রাফিও। এর আগে হাসনাত আবদুল্লাহ, সারজিস আলমসহ বেশ কয়েকজন সংগঠক বিয়ে করে নতুন জীবনের পথে পা বাড়িয়েছেন। এবার তাদের পথ অনুসরণ করলেন রাফি।

তার বিয়ের খবর ছড়িয়ে পড়ার পরপরই বন্ধু, সহযোদ্ধা এবং অনুসারীদের ভালোবাসা ও শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তার নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অগ্রণী সংগঠক হিসেবে দীর্ঘদিন সক্রিয় ছিলেন রাফি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের (২০২২–২৩ সেশন) শিক্ষার্থী এই ছাত্রনেতা নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা।

শুধু ছাত্র রাজনীতিতেই নয়, তাঁর পরিবারেও রয়েছে সংগ্রামের গৌরবময় ইতিহাস। রাফির দাদা তরিকুল ইসলাম ছিলেন এক বীর মুক্তিযোদ্ধা। একাধারে আন্দোলন, সংগ্রাম এবং গৌরবের উত্তরাধিকার বহন করে এবার জীবনের নতুন লড়াই শুরু করলেন রাফি।

রাজপথে লড়াই করা এই তরুণ নেতা এবার সংসার জীবনের লড়াইয়ে কতটা সফল হন, সেটাই দেখার অপেক্ষা!