ঢাকাবুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কলেজিয়েট ১৭৯ তম ব্যাচ এর ইফতার মাহফিল আসন্ন ২৯ মার্চ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মার্চ ১৮, ২০২৫ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের এসএসসি’১৬ ব্যাচের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে আগামী ২৯ মার্চ ২০২৫, শনিবার (২৮ রমজান) ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এটি কলেজিয়েট স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। প্রতি বছরের মতো এবারও ব্যাচের বন্ধুদের মিলনমেলা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার আয়োজনের প্রত্যাশা করা হচ্ছে।

আয়োজক কমিটি জানিয়েছে, অংশগ্রহণকারীদের ২৬ মার্চ ২০২৫ এর মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

রেজিস্ট্রেশন ফি: ৩৫০ টাকা

পেমেন্ট পাঠানোর ঠিকানা:
📌 Ashik: 01856712030 (Bkash/Nagad)
📌 Sadab: 01881616361 (Bkash/Nagad)
(প্রেরণের সময় “CCS Iftar” রেফারেন্স উল্লেখ করতে হবে)

রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/ZZVaWkYRMChRcDUv9

আয়োজকরা সিটিজি পোস্টকে জানান, এই আয়োজন শুধুমাত্র ইফতারের জন্য নয়, বরং দীর্ঘদিন পর বন্ধুদের একত্রিত হওয়ার একটি সুযোগও। তারা সবাইকে যথাসময়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন