চট্টগ্রামের পাঁচলাইশ থানা এলাকা থেকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তা সেজে প্রতারণার অভিযোগে চম্পক বড়ুয়া (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি একটি ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজারের কাছ থেকে প্রায় ৯০ হাজার টাকা হাতিয়েছেন বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগী এ ঘটনায় মামলা করেছেন।
রবিবার (১৭ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনের পপুলার ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চম্পক বড়ুয়া রাঙ্গুনিয়া উপজেলার ইছামতি ইউনিয়নের বাসিন্দা এবং বর্তমানে চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় থাকেন।
মামলার তথ্য অনুযায়ী, গত ১০ ফেব্রুয়ারি চম্পক বড়ুয়া বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন ও ডিজিএফআই কর্মকর্তা সেজে ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার ওয়ালী আশরাফ খানের সঙ্গে পরিচয় হয়। পরে নানা অজুহাতে ১৮ হাজার টাকা নেয়। এরপর স্ত্রীর অসুস্থতা ও অপারেশনের কথা বলে আরও ৭২ হাজার টাকা হাতিয়ে নেয়।
১২ মার্চ সন্ধ্যায় চম্পক আবার ডায়াগনস্টিক সেন্টারে গেলে একজন রোগী তাকে চিনে ফেলে এবং ম্যানেজারকে সতর্ক করে। এরপর খোঁজ নিয়ে জানা যায়, চম্পক কোনো গোয়েন্দা সংস্থার কর্মকর্তা নন। রবিবার সন্ধ্যায় ইফতারের দাওয়াত খেতে গেলে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, “চম্পক বড়ুয়া গোয়েন্দা সংস্থার কর্মকর্তা নয়। ভুক্তভোগী মামলা করেছেন এবং আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।”
পুলিশ এখন বিষয়টি তদন্ত করছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।