ঢাকামঙ্গলবার, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে টেরিবাজারে কাপড়ের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মার্চ ১৭, ২০২৫ ১২:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের টেরিবাজারে একটি কাপড়ের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। রোববার (১৬ মার্চ) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দোতলায় একটি কাপড়ের গুদামে আগুন লাগার খবর পেয়ে নন্দনকানন, আগ্রাবাদ ও চন্দনপুরা স্টেশন থেকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস আরও জানায়, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।