ঢাকাসোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তারাবির নামাজ পড়তে এসে বলাৎকারের শিকার এক শিশু, আটক ১

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মার্চ ১৬, ২০২৫ ২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ভোলার চরফ্যাসনে তারাবির নামাজ পড়তে এসে এক মাদরাসাছাত্র বলৎকারের শিকার হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) রাতে উপজেলার খাস মহল জামে মসজিদের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

আহত শিশুটি বর্তমানে ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। সে একটি মাদরাসার চতুর্থ শ্রেণির ছাত্র।

সিসিটিভির ফুটেজে দেখা যায়, তারাবির নামাজের সময় এক ব্যক্তি ১০ বছর বয়সী ওই শিশুকে মসজিদের সামনে নিয়ে ঘোরাঘুরি করছিলেন। পরে তিনি শিশুটিকে মসজিদের ভেতরে নিয়ে যান এবং তিন তলায় নিয়ে যান। রাত ৮টা ২৮ মিনিটের দিকে শিশুটিকে মসজিদ থেকে বের হয়ে যেতে দেখা যায়।

শিশুটির পরিবার জানায়, তারাবির নামাজ পড়তে আলিয়া মাদরাসা মসজিদে গিয়েছিল সে। সেখানে তার মামাতো ভাইকে খুঁজে না পেয়ে বাড়ি ফেরার পথে এক ব্যক্তি তাকে মোটরসাইকেলে ঘুরানোর কথা বলে নিয়ে যায়। পরে কৌশলে শিশুটিকে খাস মহল জামে মসজিদের তিন তলায় নিয়ে গিয়ে বলৎকার করে।

চরফ্যাসন থানার ওসি মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে এখনও ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় ক্ষোভ বিরাজ করছে। অভিযুক্ত ব্যক্তির পরিচয় নিশ্চিত করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।