শনিবার (১৫ মার্চ) বিকেলে কক্সবাজারের টেকনাফ জেটিঘাট দিয়ে মিয়ানমার থেকে দেশে ফিরেছেন আরাকান আর্মির হাতে আটক ২৬ বাংলাদেশি জেলে। দীর্ঘদিন আটক থাকার পর বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)-এর হস্তক্ষেপে তাদের মুক্ত করে আনা সম্ভব হয়েছে।
টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আশিকুর রহমান জানান, বিভিন্ন সময়ে টেকনাফের কে কে খাল ও শাহপরীর দ্বীপ ট্রলারঘাট থেকে ভিন্ন ভিন্ন দলে ২৬ জেলে নৌকা যোগে মাছ ধরার জন্য বঙ্গোপসাগরে গমন করেন। মাছ ধরার সময় তারা বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করলে আরাকান আর্মির সদস্যরা তাদের আটক করে।
আরাকান আর্মির সদস্যরা অবৈধ অনুপ্রবেশের অভিযোগ এনে জেলেদের নৌকাসহ আটক করে। পরে আটক জেলেদের ফিরিয়ে আনতে বিজিবির হস্তক্ষেপ কামনা করা হলে টেকনাফ ব্যাটালিয়নের পক্ষ থেকে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করা হয়। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে আটক জেলেদের ফিরিয়ে আনা সম্ভব হয়।
একই সময়ে, দীর্ঘদিন ধরে আরাকান আর্মির নিকট বাজেয়াপ্ত একটি মাছ ধরার নৌকাও ফেরত আনা সম্ভব হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, জেলেদের পরিবারের কাছে তাদের হস্তান্তরের কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
এ ঘটনায় বিজিবির তৎপরতা ও দ্রুত পদক্ষেপের জন্য জেলেদের পরিবার ও স্থানীয়রা প্রশংসা জানিয়েছেন। বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্তে জেলেদের নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাঝেমধ্যেই জেলেদের আটকের ঘটনা ঘটে। এ ধরনের ঘটনা এড়াতে জেলেদের সীমান্ত সচেতনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা জোরদার করা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।