ঢাকারবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আগামী বছর রোহিঙ্গারা নিজ বাড়িতে ঈদ উদযাপন করবে, প্রধান উপদেষ্টার প্রত্যাশা

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মার্চ ১৫, ২০২৫ ১২:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আশা প্রকাশ করেছেন যে, রোহিঙ্গারা আগামী বছর মিয়ানমারের রাখাইন রাজ্যে তাদের নিজ বাড়িতে ফিরে গিয়ে ঈদ উদযাপন করতে পারবেন। এ লক্ষ্যে জাতিসংঘের সাথে সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।

শুক্রবার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবিরে প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। এই ইফতারে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও উপস্থিত ছিলেন।

ড. ইউনূস রোহিঙ্গাদের সঙ্গে সহজে যোগাযোগ স্থাপনের জন্য চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বক্তব্য দেন। তিনি বলেন, “মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের তাদের দেশে ফেরাতে সারা বিশ্বের সঙ্গে প্রয়োজনে লড়াই করতে হবে। ঈদে মানুষ আত্মীয়স্বজনের কবর জিয়ারত করে, কিন্তু রোহিঙ্গাদের সেই সুযোগও নেই।”

তিনি আরও বলেন, “রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও জোরালো ভূমিকা পালন করতে হবে। আমরা জাতিসংঘের সাথে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছি এবং আগামী বছর রোহিঙ্গারা যেন তাদের নিজ বাড়িতে ফিরে ঈদ উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব।”

লাখো রোহিঙ্গা জনগোষ্ঠীর সম্মানে আয়োজিত এই ইফতার মাহফিলে পররাষ্ট্র উপদেষ্টা ও সেনাপ্রধানসহ বিভিন্ন দেশি-বিদেশি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

ড. ইউনূসের এই বক্তব্য রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। তিনি রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানান এবং বাংলাদেশের পাশাপাশি বিশ্ব সম্প্রদায়কেও এ বিষয়ে এগিয়ে আসার অনুরোধ করেন।