ঢাকাশুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চসিকের ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন: ৫ লাখ ৬০ হাজার শিশুকে খাওয়ানো হবে ক্যাপসুল

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মার্চ ১৪, ২০২৫ ১২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) আগামী ১৫ মার্চ পাঁচ লাখ ৬০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি নিয়েছে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ৯০ হাজার শিশুকে নীল রঙের (১ লাখ ইউনিট) এবং ১২-৫৯ মাস বয়সী ৪ লাখ ৭০ হাজার শিশুকে লাল রঙের (২ লাখ ইউনিট) ক্যাপসুল খাওয়ানো হবে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) চসিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, “জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে চসিকের স্বাস্থ্য বিভাগ সব প্রস্তুতি সম্পন্ন করেছে। ক্যাম্পেইনে যেন কোনো শিশু বাদ না পড়ে, সেজন্য চসিক পরিচালিত দাতব্য চিকিৎসালয়, নগর স্বাস্থ্য কেন্দ্র ও ইপিআই কেন্দ্রে শিশুদের ক্যাপসুল খাওয়ানো হবে।”

মেয়র আরও জানান, শিশুদের রাতকানা রোগ প্রতিরোধ এবং অপুষ্টি ও মৃত্যুর হাত থেকে বাঁচাতে মা-বাবা ও অভিভাবকদের সচেতনতা জরুরি। তিনি গর্ভবতী ও প্রসূতি মায়েদের ভিটামিন ‘এ’ সমৃদ্ধ খাবার যেমন মাছ, মাংস, ডিম, দুধ, কলিজা, হলুদ ফল ও রঙিন শাক-সবজি বেশি পরিমাণে খাওয়ার পরামর্শ দেন। এছাড়া জন্মের পর এক ঘণ্টার মধ্যে শিশুকে শাল দুধ খাওয়ানো এবং প্রথম ছয় মাস শুধু মায়ের দুধ খাওয়ানোর গুরুত্ব তুলে ধরেন। ছয় মাস পর থেকে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম খাবার দেওয়ার কথাও বলেন তিনি।

সংবাদ সম্মেলনে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমাম হোসেন রানা, স্বাস্থ্য কর্মকর্তা ডা. হোসনে আরা, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম, ডা. তপন কুমার চক্রবর্তী, জোনাল মেডিকেল অফিসার ডা. সুমন তালুকদার, ডা. আকিল মাহমুদ নাফে, ডা. আবদুল মজিদ সিকদার, ডা. শর্মীলা রায় ও ডা. মামুন রশিদ উপস্থিত ছিলেন।

ক্যাম্পেইনের বিস্তারিত
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে শনিবার (১৫ মার্চ) চসিকের সাতটি ইপিআই জোনের আওতায় ৪১ ওয়ার্ডে ১ হাজার ৩২১টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কর্মসূচি চলবে। ৬-১১ মাস বয়সী শিশুদের ১ লাখ ইউনিটের নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের ২ লাখ ইউনিটের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

গত ক্যাম্পেইনের সাফল্য
২০২৪ সালের ১ জুন অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে চসিকের অর্জনের হার ছিল ৯৯ শতাংশ। ৬-১১ মাস বয়সী ৮৮ হাজার ৫৯০ শিশুর লক্ষ্যমাত্রার বিপরীতে ৮৭ হাজার ৯৫৭ শিশুকে ক্যাপসুল খাওয়ানো হয়েছিল। অন্যদিকে, ১২-৫৯ মাস বয়সী ৪ লাখ ৭১ হাজার ৯৫০ শিশুর লক্ষ্যমাত্রার বিপরীতে ৪ লাখ ৬৮ হাজার ৯৫৯ শিশুকে ক্যাপসুল খাওয়ানো হয়েছিল, যা লক্ষ্যমাত্রার ৯৯.৭৮ শতাংশ।

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন এই ক্যাম্পেইনকে সফল করতে সংশ্লিষ্ট সকলের প্রতি সর্বোচ্চ সহযোগিতা চেয়েছেন এবং অভিভাবকদের শিশুদের ক্যাপসুল খাওয়ানোর জন্য আহ্বান জানিয়েছেন।