ঢাকাবৃহস্পতিবার, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

১ লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মার্চ ১৩, ২০২৫ ৩:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে চার দিনের সফরে আগামীকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার (১৪ মার্চ) তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং প্রধান উপদেষ্টার সঙ্গে এক লাখ রোহিঙ্গার সাথে ইফতার করবেন।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, এই ইফতার আয়োজন করা হচ্ছে প্রধান উপদেষ্টার সৌজন্যে। রোহিঙ্গাদের জন্য এটি একটি অনন্য অভিজ্ঞতা হবে, যেখানে তারা কিছুটা স্বস্তি পাবেন।

জাতিসংঘ মহাসচিবের সফরে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, মানবিক সহায়তা বিষয়ক প্রেজেন্টেশন, রোহিঙ্গা সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন এবং তরুণ রোহিঙ্গাদের সাথে আলোচনা অন্তর্ভুক্ত রয়েছে। এরপর তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন।

শনিবার (১৫ মার্চ) ঢাকায় জাতিসংঘ মহাসচিব সংবাদ সম্মেলন করবেন এবং প্রধান উপদেষ্টার আয়োজিত ইফতার ও ডিনারে অংশ নেবেন। ১৬ মার্চ তিনি বাংলাদেশ ত্যাগ করবেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কমে যাওয়ায় এই সফর আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে। তিনি আরও বলেন, সেপ্টেম্বরে জাতিসংঘের আয়োজনে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন হবে, যেখানে রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধান কামনা করা হচ্ছে।