ঢাকাবৃহস্পতিবার, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্যাড চট্টগ্রাম মহানগর আহ্বায়ক সাইফুল ইসলাম সাজিদ নিখোঁজ: পরিবার ও সংগঠনের উদ্বেগ 

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মার্চ ১৩, ২০২৫ ২:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

স্টুডেন্টস অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি (স্যাড) চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক ও সাউদার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের ৪৮তম ব্যাচের মাস্টার্সের শিক্ষার্থী সাইফুল ইসলাম সাজিদ গতকাল সন্ধ্যা থেকে নিখোঁজ রয়েছেন। তার নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার, সহপাঠী, সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।

সাজিদ “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন” এবং “সাউদার্ন সংস্কার আন্দোলন”-এর সম্মুখ সারির অন্যতম যোদ্ধা হিসেবে পরিচিত। তার নিখোঁজ হওয়ার ঘটনায় স্যাডের নেতা-কর্মীরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি চালাচ্ছেন। তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

সাজিদের পরিবার ও স্টুডেন্টস অ্যালায়েন্স ফর ডেমোক্রেসির পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করে বলা হয়েছে, যদি কেউ সাজিদের কোনো খোঁজ পেয়ে থাকেন, তাহলে যেকোনো তথ্য দ্রুত নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে: ০১৩১৭৬৫৭১৮৯, ০১৮৭৭৯১৭০১২

সাজিদের নিখোঁজ হওয়ার ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী ও সামাজিক কর্মকাণ্ডে জড়িত মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। তার নিরাপদ ফেরতের জন্য সকলের সহযোগিতা ও সচেতনতা কামনা করা হচ্ছে।