ঢাকাশুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষনিঃশ্বাস ত্যাগ করল নির্যাতিত শিশু আসিয়া

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মার্চ ১৩, ২০২৫ ১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

সপ্তাহখানেকেরও বেশি সময় ধরে হাসপাতালের বিছানায় লড়াই করে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানল মাগুরায় নির্যাতনের শিকার ৮ বছরের শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

গতকাল বুধবার আসিয়ার চারবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। আজ দুপুরে আরও দুবার কার্ডিয়াক অ্যারেস্টের পর তাকে বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসকরা জানান, তার ব্রেন ফাংশন বন্ধ হয়ে গিয়েছিল এবং রক্তচাপ ধীরে ধীরে কমে যাচ্ছিল। সবশেষ তৃতীয় দফা কার্ডিয়াক অ্যারেস্টের পর সে চলে যায় না ফেরার দেশে।

শিশুটিকে বাঁচাতে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে উচ্চপর্যায়ের চিকিৎসা পর্ষদ গঠন করা হয়েছিল। সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি ও নিরাপত্তা নিশ্চিত করতে গত ৮ মার্চ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সিএমএইচ-এ স্থানান্তর করা হয়। তবে, সকল চেষ্টা ব্যর্থ করে আসিয়া চলে যায় চিরতরে।

উল্লেখ্য, মাগুরা শহরতলির নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়ি বেড়াতে গিয়ে গত ৬ মার্চ দুপুরে শিশুটি ধর্ষণের শিকার হয় বলে পরিবারের অভিযোগ। এরপর শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এ মামলায় শিশুটির বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে আসামি করা হয়েছে। তারা বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন।

আসিয়ার মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এই নির্মম ঘটনায় দেশজুড়ে ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে সবাই।