ঢাকাশুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ক্ষমা চাইলেন রোজা না রাখায় কান ধরে উঠবস করানো সেই নেতা

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মার্চ ১৩, ২০২৫ ২:২০ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরে খাবার হোটেলে রোজা না রাখা কয়েকজনকে প্রকাশ্যে কান ধরে উঠবস করানোর ঘটনায় বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ ক্ষমা চেয়েছেন। বুধবার রাত ১২টার দিকে জেলা পুলিশের হস্তক্ষেপে ভুক্তভোগী দুইজনকে সঙ্গে নিয়ে তিনি ভিডিও বার্তায় ক্ষমা প্রার্থনা করেন।

আজিজ বলেন, “রমজানের পবিত্রতা রক্ষায় আমি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে তাদের সমালোচনা করেছি। কিন্তু আমার কাজটি অন্যায় ও অপরাধ ছিল। আমি ভুক্তভোগীদের কাছে ক্ষমা চাই এবং ভবিষ্যতে এমনটি আর করব না।”

সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, আজিজকে থানায় ডেকে আনা হয়েছে। তবে ভুক্তভোগী কেউ তার বিরুদ্ধে থানায় কোন অভিযোগ দেয়নি। এছাড়া আজিজ এঘটনায় নিজেও ক্ষমা চেয়েছেন। কোনো অভিযোগ না থাকায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।

এর আগে বুধবার দুপুরে রোজার পবিত্রতা রক্ষায় শহরের থানা রোড এলাকায় হিন্দুদের কয়েকটি পর্দা লাগানো খাবার হোটেলে লাঠি হাতে অভিযান চালায় আজিজ। এসময় রোজাহীন কয়েকজন যুবক-বৃদ্ধকে হোটেল থেকে বের করে রাস্তায় প্রকাশ্যে তিনি কানে ধরে উঠবস করতে বাধ্য করেন। পরে ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে শুরু হয় নানা সমালোচনা। এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এ ঘটনায় সংবাদ পরিবেশন হয়। এতে রাতে সদর থানা পুলিশ তাকে থানায় ডেকে নিয়ে যায়।