চট্টগ্রাম নগরের ইপিজেড থানার দক্ষিণ হালিশহর এলাকায় পরকীয়ার সন্দেহে এক বন্ধুর হাতে আরেক বন্ধু খুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১২ মার্চ) রাতে সিডিএ বালুর মাঠে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার তিন ঘণ্টার মধ্যে পুলিশ মো. সিজান (২৫) নামে একজনকে আটক করেছে এবং হত্যার কাজে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করেছে। খুনের পরিকল্পনাকারী সাইমন এখনো পলাতক।
নিহত মোহাম্মদ আইয়ুব নবী প্রকাশ সাগর (২৬)। তিনি বাঁশখালী উপজেলার পুঁইছড়ি গ্রামের বাসিন্দা এবং স্ত্রীসহ দক্ষিণ হালিশহরের আকমল আলী সড়কে ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সাইমনের স্ত্রীর সঙ্গে সাগরের পরকীয়ার সম্পর্ক আছে—এমন সন্দেহের বশবর্তী হয়ে সাইমন সাগরকে খুনের পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী সাগরকে সিডিএ বালুর মাঠে নিয়ে সিজানসহ কয়েকজন ছুরিকাঘাত করে। পরে তারা ঘটনাস্থল ত্যাগ করে।
নগর পুলিশের বন্দর জোনের সহকারী কমিশনার মাহমুদুল হাসান বলেন, “এই হত্যাকাণ্ড সম্পূর্ণ ক্লুলেস ছিল। ভিকটিমের শরীরে চারটি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। আমরা সিজানকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছি, সাইমনের স্ত্রীর সঙ্গে সাগরের পরকীয়ার সম্পর্ক ছিল—এমন সন্দেহে তাকে হত্যা করা হয়েছে। তবে ভিকটিমের স্ত্রী দাবি করেছেন, তার স্বামী পরকীয়ায় জড়িত ছিলেন না। আমরা বিষয়টি তদন্ত করে দেখব।”
তিনি আরও বলেন, “ভিকটিম এবং আসামিদের কারোরই নির্দিষ্ট পেশা ছিল না। তারা নেশার সঙ্গেও জড়িত ছিল এবং এলাকায় ঘুরে ঘুরে আড্ডা দিত। তবে তাদের স্ত্রীরা পোশাক কারখানায় কাজ করে সংসার চালাতেন।”
নিহতের বাবা মোজাহের মিয়া বাদী হয়ে ইপিজেড থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় গ্রেপ্তার সিজানসহ তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। পুলিশ বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।