ঢাকাবৃহস্পতিবার, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চন্দনাইশে চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মার্চ ১২, ২০২৫ ১১:২১ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের চন্দনাইশে বালু মহাল নিয়ে বিরোধের জের ধরে চাঁদাবাজির মামলায় বরমা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) রাতে উপজেলার বরমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড চর বরমা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে বরমা ইউনিয়নের পূর্ব চর বরমা ৯ নম্বর ওয়ার্ডের ৫ নম্বর বালুর স্তুপ নিয়ে ঠিকাদার ও স্থানীয় একটি মহলের মধ্যে বিরোধ চলছিল। বিরোধের জের ধরে স্থানীয় মহলটি ঠিকাদারের কাছ থেকে চাঁদা দাবি করে। এছাড়াও বিভিন্ন সময় ঠিকাদারের বালু পরিবহনের গাড়িতে বাধা দেওয়া এবং ম্যানেজার জাহাঙ্গীর আলমকে মারধরের অভিযোগ রয়েছে।

ঠিকাদার নুরুল আমিনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে স্থানীয়দের সঙ্গে আলোচনা করা হলেও কোনো সমাধান না পাওয়ায় গত ১০ মার্চ চন্দনাইশ থানায় ১৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। মামলার অভিযুক্তদের মধ্যে মোজাম্মেল হককে গ্রেপ্তার করে পুলিশ বুধবার আদালতে তুলে দেয়।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।