কর্ণফুলী উপজেলায় শ্যালিকাকে (১৬) ধর্ষণচেষ্টার অভিযোগে দুলাভাই মো. ওমর ফারুককে (২৮) গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
রবিবার (৯ মার্চ) উপজেলার চরপাথরঘাটা ইছানগর গ্রামে ঘটনাটি ঘটলেও সোমবার (১০ মার্চ) রাতে বিষয়টি জানাজানি হয়।
স্থানীয়রা জানায়, শ্যালিকার পরিবার সম্প্রতি ইছানগর এলাকায় বসবাস শুরু করে। এ সুযোগে ওমর ফারুক শ্যালিকাকে ধর্ষণচেষ্টা করে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরীফ বলেন, রোববার সকালে ফারুক শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে রাতে শ্যালিকাকে ধর্ষণের চেষ্টা করেন। কিশোরীর চিৎকারে ফারুক পালিয়ে গেলেও সোমবার রাতে স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে খবর দেয়।
ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। তিনি অভিযোগ করেন, ফারুক আগেও তার মেয়েকে উত্ত্যক্ত করতেন এবং এ নিয়ে তাকে কয়েকবার সতর্ক করা হয়েছিল।