বাংলাদেশ সেনাবাহিনী সম্প্রতি ভারতের কিছু মিডিয়া আউটলেট, বিশেষ করে দ্য ইকোনমিক টাইমস এবং ইন্ডিয়া টুডে-এর প্রকাশিত একগুচ্ছ ভিত্তিহীন ও অপ্রমাণিত প্রতিবেদন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এসব প্রতিবেদনে বাংলাদেশ সেনাবাহিনীতে কমান্ড চেইন ভেঙে পড়া এবং অভ্যুত্থানের সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা এবং বাংলাদেশ ও তার সশস্ত্র বাহিনীর স্থিতিশীলতা ও সুনামকে ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি ইচ্ছাকৃত বিভ্রান্তিমূলক প্রচারণার অংশ বলে মনে হচ্ছে। এই নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী তাদের ফেইসবুক পেজে সম্প্রতি একটি ব্রিফিং পকাশ করেছে যা নিম্নে তুলে ধরা হলো।
বাংলাদেশ সেনাবাহিনী ক্যাটাগরিক্যালি জানাচ্ছে যে, সেনাবাহিনী প্রধান এর দক্ষ নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী শক্তিশালী, ঐক্যবদ্ধ এবং সংবিধান প্রদত্ত দায়িত্ব পালনে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। কমান্ড চেইন অত্যন্ত মজবুত এবং বাংলাদেশ সেনাবাহিনীর সকল সদস্য, ঊর্ধ্বতন জেনারেলগণসহ, সংবিধান, কমান্ড চেইন এবং বাংলাদেশের জনগণের প্রতি অবিচল আস্থাশীল। সেনাবাহিনীর অভ্যন্তরে কোনো ধরনের বিভক্তি বা অবিশ্বাসের অভিযোগ সম্পূর্ণ বানোয়াট ও দূষ্প্রচারের অংশ।
এটি বিশেষভাবে উদ্বেগজনক যে, দ্য ইকোনমিক টাইমস বারবার এমন বিভ্রান্তিমূলক প্রচারণায় জড়িয়ে পড়ছে। গত ২৬ জানুয়ারি ২০২৫ তারিখে, অর্থাৎ এই প্রতিবেদন প্রকাশের মাত্র এক মাস আগে, একই আউটলেট দ্বারা অনুরূপ মিথ্যা প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। এই ধরনের আচরণ তাদের উদ্দেশ্য ও বিশ্বাসযোগ্যতা সম্পর্কে গুরুতর প্রশ্ন উত্থাপন করে। এছাড়াও, বেশ কিছু অনলাইন পোর্টাল এবং কয়েকটি অপরিচিত ও অসম্মানজনক টেলিভিশন চ্যানেলও এই মিথ্যাগুলো ছড়িয়ে দিয়েছে, যা বিভ্রান্তিমূলক প্রচারণাকে আরও বাড়িয়ে তুলেছে। দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালা মেনে চলার পরিবর্তে, তারা বাংলাদেশ সেনাবাহিনী ও জনগণের মধ্যে অবিশ্বাস সৃষ্টির জন্য মিথ্যা তথ্য ছড়ানোর হাতিয়ার হিসেবে কাজ করছে বলে মনে হচ্ছে।
আমরা এই মিডিয়া আউটলেটগুলো, বিশেষ করে যেগুলো ভারতভিত্তিক, তাদের ভালো সাংবাদিকতা অনুশীলন মেনে চলার এবং অযাচিত ও সেনসেশনাল প্রতিবেদন প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। প্রতিবেদন প্রকাশের আগে ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) থেকে মন্তব্য ও স্পষ্টীকরণ চাওয়া উচিত। বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে সঠিক ও সরকারি তথ্য প্রদানে আইএসপিআর সর্বদা প্রস্তুত রয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী জাতির সার্বভৌমত্ব, অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। আমরা সকল মিডিয়া আউটলেটকে দায়িত্বশীল আচরণ করার এবং এমন মিথ্যা তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানাই, যা শুধুমাত্র অপ্রয়োজনীয় উত্তেজনা ও বিভ্রান্তি সৃষ্টি করে।