ঢাকাসোমবার, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের চট্টগ্রামের ৯৫৭ বিঘা জমি জব্দ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মার্চ ৯, ২০২৫ ১১:১৪ অপরাহ্ণ
Link Copied!

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে চট্টগ্রামের আনোয়ারায় থাকা ৯৫৭ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এসব সম্পদের মূল্য ৪ কোটি ৬৫ লাখ ৬২ হাজার ১৮৮ টাকা বলে উল্লেখ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৯ মার্চ) ঢাকার সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের উপপরিচালক মাহফুজ ইকবাল সাইফুজ্জামানের নামে থাকা ২৯টি দলিলের সম্পদ জব্দের আবেদন করেন। এসব দলিলে ৩১ হাজার ৫৯৪ শতক বা ৯৫৭ বিঘা জমি রয়েছে।

দুদকের আবেদনে বলা হয়, সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে মালিকানাধীন এসব সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করা হচ্ছে। এতে অনুসন্ধান ও মামলার প্রক্রিয়া ব্যাহত হতে পারে। তাই মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ধারা ১৪ অনুযায়ী এসব সম্পত্তি জব্দ করা জরুরি।

এর আগে সাইফুজ্জামানের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগে দুদক, সিআইডি ও জাতীয় রাজস্ব বোর্ডের ৭ সদস্যের একটি টাস্কফোর্স টিম তদন্ত করছে। গত বছর দুদক সাইফুজ্জামান ও তার পরিবারের নামে থাকা ৩৯টি ব্যাংক অ্যাকাউন্টে ৫ কোটি টাকা অবরুদ্ধ করে। এছাড়া, দেশ-বিদেশে তার নামে থাকা ৫৮০টি বাড়ি, অ্যাপার্টমেন্ট ও জমি জব্দের আদেশ দেওয়া হয়। এর মধ্যে যুক্তরাজ্যে ৩৪৩টি, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি এবং যুক্তরাষ্ট্রে ৯টি সম্পত্তি রয়েছে।

গত ৭ অক্টোবর সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমীলা জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।