মাদারীপুরের কালকিনিতে ট্রিপল মার্ডারের ঘটনায় প্রধান আসামি আওয়ামী সমর্থিত ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও তার ভাই মশিউর রহমান রাজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক ইউপি চেয়ারম্যান সুমন ও তার ভাই রাজন আওয়ামী লীগের সমর্থন নিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বজায় রেখেছেন। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে কিছু মামলায় তারা জামিনে রয়েছেন।
ঘটনার পেছনে ইউপি চেয়ারম্যান সুমন ও ইউপি সদস্য আকতার শিকদারের মধ্যে দীর্ঘদিনের আধিপত্য নিয়ে বিরোধকে দায়ী করা হচ্ছে। গত ২৭ ডিসেম্বর ভোরে আকতার শিকদার, তার ছেলে মারুফ শিকদার ও সিরাজ চৌকিদার নামে তিনজনকে কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় দুটি হত্যা মামলা দায়ের করা হয়, যেখানে প্রধান আসামি হিসেবে ইউপি চেয়ারম্যান সুমন ও তার ভাই রাজনের নাম উল্লেখ রয়েছে। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং জামিনের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এছাড়া ঘটনাস্থল থেকে আরও দুজনকে আটক করা হয়েছিল, তবে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, ইউপি চেয়ারম্যান ও তার ভাই আওয়ামী লীগের সমর্থন নিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। তাদের গ্রেফতারে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানা গেছে।