ঢাকারবিবার, ৯ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নির্যাতিত শিশু আছিয়ার আইনজীবী নিয়োগ দিলেন তারেক রহমান

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মার্চ ৯, ২০২৫ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

মাগুরায় ধর্ষণের শিকার শিশু ও তার পরিবারকে আইনি সহযোগিতা দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে আইনজীবী নিয়োগ করা হয়েছে। রবিবার (৯ মার্চ) বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।

কায়সার কামাল বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাগুরায় ধর্ষণের শিকার শিশু ও তার পরিবারের আইনি সহায়তায় মাগুরা কোর্টের জন্য আইনজীবী নিয়োগ দিয়েছেন।”

নিয়োগপ্রাপ্ত আইনজীবীরা হলেন— অ্যাডভোকেট শাহেদ হাসান টগর, অ্যাডভোকেট মোহাম্মদ রুকুনুজ্জামান খান, অ্যাডভোকেট কুমুদ রঞ্জন বিশ্বাস, অ্যাডভোকেট এম এ রশিদ এবং অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান।

এই পদক্ষেপের মাধ্যমে বিএনপি শিশুটির ন্যায়বিচার নিশ্চিত করতে এবং পরিবারকে আইনি সহায়তা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানানো হয়েছে।