ঢাকারবিবার, ৯ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘জামায়াতের সঙ্গে বেহেশতেও যাব না’ বলা কাদের সিদ্দিকি দলটির ইফতার মাহফিলে

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মার্চ ৯, ২০২৫ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

২০২৩ সালে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী এক জনসভায় ঘোষণা দিয়েছিলেন ‘জামায়াতে ইসলামীর সঙ্গে বেহেশতে যেতেও রাজি নন’। দুই বছরের মাথায় সেই জামায়াতের ইফতার মাহফিলেই অংশ নিলেন তিনি। শনিবার (৮ মার্চ) টাঙ্গাইলের প্রেসক্লাব মিলনায়তনে জেলা জামায়াতের বিশিষ্টজনদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি অংশ নেন। তবে কোনো বক্তব্য দেননি এই মুক্তিযোদ্ধা। 

এর আগে ২০২৩ সালের ২৬ জানুয়ারি টাঙ্গাইলে সখিপুর উপজেলার হতেয়া হাজী হাফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কাদের সিদ্দিকী বলেন, ‘আল্লাহ যদি আমাকে বেহেশতেও নিতে চান, আমি জামায়াতের সঙ্গে বেহেশতে যাব না। কারণ তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। যুদ্ধের সময় মা-বোনের ইজ্জত হরণ করতে পাকিস্তানিদের সহযোগিতা করেছে। জামায়াত ছাড়া কারো সঙ্গে আমার কোনো বিরোধ নেই। ’

এছাড়া ২০২১ সালের ৩ ডিসেম্বর রাজধানীতে গণফোরামের মোস্তফা মোহসীন মন্টু অংশের সমাবেশেও বঙ্গবীর বলেছিলেন, ‘যতোদিন বিএনপিতে জামায়াত থাকবে, ততোদিন বিএনপিওয়ালারা আমাকে কাছেও পাবে না। আমাকে জামায়াতের সঙ্গে আল্লাহ তাআলা যদি বেহেশতে নিতে চান, আর তখন যদি জ্ঞান থাকে বলবার মতো, আমি বলবো, জামাতের সাথে আমি বেহেশতেও যেতে চাই না। ’