ঢাকারবিবার, ৯ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় নির্যাতিত শিশু আছিয়ার চিকিৎসা ও দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মার্চ ৮, ২০২৫ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

মাগুরায় আট বছরের শিশু আছিয়ার ওপর নৃশংস নির্যাতনের ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এগিয়ে এসেছেন। তিনি শিশুটির সম্পূর্ণ চিকিৎসা এবং পরিবারের সকল দায়িত্ব নিয়েছেন। ফোনে সরাসরি আছিয়ার পরিবারের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।

তারেক রহমানের এই উদ্যোগ বিএনপির মানবিক ও সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। এই পদক্ষেপটি নিয়ে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলছেন, এই ধরনের মানবিক উদ্যোগ রাজনৈতিক নেতৃত্বের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করেছে।

বর্তমানে আছিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা ‘ভেরি ক্রিটিক্যাল’। শিশুটির চিকিৎসার জন্য ইতিমধ্যে চার সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

তারেক রহমান ফোনে আছিয়ার পরিবারের খোঁজখবর নিয়ে অপরাধীর বিচারের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। এছাড়া, তিনি শিশুটির চিকিৎসার সকল খরচ বহন করবেন বলেও জানিয়েছেন।

বিএনপির পক্ষ থেকে জানা গেছে, তারেক রহমানের তত্ত্বাবধানে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে আছিয়ার চিকিৎসা চলছে।

উল্লেখ্য, মাগুরা শহরে বোনের বাড়িতে বেড়াতে এসে আট বছরের আছিয়া ধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুটির দুলাভাই ও বোনের শ্বশুরকে আটক করেছে পুলিশ।