ঢাকারবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চান্দগাঁওয়ে দুই ছিনতাইকারী গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মার্চ ৭, ২০২৫ ১১:০৯ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন মো. সবুজ আহাম্মদ (২২) ও মো. সোহেল (২২)। তাদের কাছ থেকে একটি কাঠের বাটযুক্ত চাকু ও একটি স্টিলের চাপাতি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টায় থানার বহদ্দার বাড়ি পুকুরপাড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার সবুজ আহাম্মদ কুষ্টিয়া জেলার মনিরুল ইসলামের ছেলে। তিনি বর্তমানে চান্দগাঁও বাহির সিগন্যাল এলাকায় থাকেন। অন্যজন মো. সোহেল কক্সবাজারের আবদুল মান্নানের ছেলে। তিনি চান্দগাঁও সিএন্ডবি টেকবাজার এলাকায় বসবাস করেন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “গ্রেপ্তার দুই ছিনতাইকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।”