ঢাকাশুক্রবার, ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ওড়না কাণ্ডে মব উস্কে দেওয়ায় গণতান্ত্রিক ছাত্রসংসদ নেতার পদ স্থগিত

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মার্চ ৭, ২০২৫ ১২:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

ভুল তথ্য ছড়িয়ে মব উস্কে অরাজক পরিস্থিতি তৈরির জন্য বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের এক নেতার সদস্যপদ স্থগিত করেছে সংগঠনটি। একই সাথে তাকে শোকজও করা হয়েছে। 

বৃহস্পতিবার (৬ মার্চ) বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সদস্য সচিব জাহিদ আহসানের পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়েছে। কেন্দ্রীয় অর্গানোগ্রামের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সেখানে বলা হয়েছে, ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সংসদের সংগঠক কাজী মাজহারুল ইসলামকে ভুল তথ্য ছড়িয়ে মব উস্কে অরাজক পরিস্থিতি তৈরির জন্য বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সদস্যপদ স্থগিত করা হলো, এবং তাকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না এজন্য এক কার্যদিবসের মধ্যে আহ্বায়ক বরাবর সদুত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হলো।’