ঢাকাশুক্রবার, ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এনসিপিতে যোগ দিচ্ছেন শহীদ ওয়াসিমের বাবা ?

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মার্চ ৭, ২০২৫ ১২:১২ পূর্বাহ্ণ
Link Copied!

কোটা সংস্কার আন্দোলন শুরু হওয়ার পর গত বছরের ১৬ জুলাই বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নিয়ে চট্টগ্রাম মহানগরের মুরাদপুরের কর্মসূচিতে গুলিবিদ্ধ হয়ে মারা যান চট্টগ্রাম কলেজ ছাত্রদলের নেতা ওয়াসিম আকরাম।

জানা গেছে, শহীদ ওয়াসিমের বাবা শফিউল আলম যোগ দিচ্ছেন তরুণদের নেতৃত্বাধীন দল জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি)। এমন খবর দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

আজ বৃহস্পতিবার (৬ মার্চ) নিজের ফেসবুকে পেজে এ তথ্য জানান হান্নান মাসউদ। তিনি লেখেন, শহীদ ওয়াসিমের বাবা। গতকাল জাতীয় নাগরিক পার্টির অফিসে এসেছিলেন। একজন পরিচয় করিয়ে দিলো, আর জানালো উনি জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিবেন।

হান্নান মাসউদ আরও লেখেন, আমি নাহিদ ভাইয়ের রুমে নিয়ে গেলাম, সেখানে সবার সাথে পরিচয় করিয়ে দিলাম এবং জানালাম উনি আমাদের দলে যোগ দিতে চাচ্ছেন। উনি সাথে সাথে বললেন, ‘দলটা তো আমারই, আলাদাভাবে যোগ দিতে হবে কেন আমাকে। জীবনের শেষদিন পর্যন্ত এ দলের সাথেই থাকবো।’

এনসিপির এই নেতা শেষে আরও লেখেন, চোখে পানি চলে আসছিলো ওনার কথা শুনে। কত রক্ত, কত জীবনের বিনিময়ে আমাদের এ প্লাটফর্ম!