চট্টগ্রাম নগরের আলকরণ এলাকায় ডেভিড ইজিক্যাল নামে এক ইহুদি ব্যবসায়ীর ৫২.৬৯ শতাংশ জমি উদ্ধার করে খ্রিস্টান ওয়ারিশ আলবার্ট সরকারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের নেতৃত্বে বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালানো হয়।
অভিযান শেষে তিনি বলেন, ‘এই জমি অর্পিত সম্পত্তি। আলবার্ট সরকার নামে এক ব্যক্তি ওই সম্পত্তির ওয়ারিশ হিসেবে উচ্চ আদালতে প্রমাণ করেছেন। আদালতের নির্দেশে আলবার্টকে ওই জমি বুঝিয়ে দেওয়া হয়েছে।’
তবে উচ্ছেদ হওয়া ভাড়াটিয়া টিপু সুলতান বলেন, ‘এখানে ব্যবসা পরিচালনার জন্য দোকান ভাড়া নিয়েছিলেন আমার আব্বা হামিদ বক্স। তখন মাসিক ভাড়া ছিল ৫ টাকা; যা ১৯৪২ সালের ভাড়ার রশিদে আছে। দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা ডিসি অফিসে বছরে একবার ভাড়া দিয়ে আসি। স্বাধীনতার পর বছরে ভাড়া ছিল ১৫০ টাকা। আর বর্তমান আমরা বছরে দেড় লাখ টাকা ভাড়া দিচ্ছি।’
ভাড়াটিয়া টিপু সুলতান আরও বলেন, ‘এরকম এখানে অনেক ভাড়াটিয়া আছেন। তারা অন্য কোথাও গিয়ে যে কিছু করে খেতে পারবেন না, এমনটা নয়। কিন্তু আমরা পূর্বপুরুষের চিহ্ন ধরে রাখতে চাই। ডেভিড ইজিক্যালের সত্যিকার ওয়ারিশ জায়গাটা পেলে আমাদের আপত্তি থাকতো না। কিন্তু একজন ইহুদির জায়গা খ্রিস্টান ওয়ারিশকে বুঝিয়ে দেওয়াটা খুবই দুঃখজনক।’
প্রসঙ্গত, ১৮৮১ সালে ব্রিটিশ শাসনামলে ডেভিড ইজিক্যাল নামে এক ইহুদি ব্যবসায়ী চট্টগ্রামে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলেন। তিনি নগরের কোতোয়ালী থানা এলাকায় ৫২ দশমিক ৬৯ শতক ভূমিতে কয়েকটি ভবন নির্মাণ করেন। যা তত্ত্বাবধানের দায়িত্ব দেন তার স্ত্রী রিমা ইজিক্যালকে। তাদের দাম্পত্যজীবনে রমা ইজিক্যাল, রাচেল ইজিক্যাল ও ন্যান্সি ইজিক্যাল নামে তিন কন্যা এবং হারভার্ট হাফ ইলিস ইজিক্যাল নামে এক ছেলের জন্ম হয়।
১৯১৮ সালে চট্টগ্রামে জন্ম হওয়া ন্যান্সি ইজিক্যাল ২০১২ সালে ৯৪ বছর বয়সে লন্ডনে মারা যান। লন্ডনের রয়েল একাডেমি অব ড্রামাটিক আর্টের (রাডা) একজন বিখ্যাত অভিনেত্রী ছিলেন তিনি। তার বায়োগ্রাফি থেকে জানা যায়, দেশ স্বাধীন হওয়ার আগে আনুমানিক ১৯৬৫ সালে পুরো পরিবার লন্ডনে চলে যান তারা।